Site icon Jamuna Television

নওগাঁয় ভাষা সংগ্রামী পরিবারকে সন্মাননা

নওগাঁ:

নওগাঁয় ভাষা সংগ্রামী পরিবারকে সন্মাননা প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করে। শুক্রবার দুপুরে শহরের বিএমসি মহিলা কলেজ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী।

সমাবেশে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, বিএমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর হামিদুল হক, সাবেক অধ্যাপক ও কবি আতাউল হক সিদ্দিকী, সাবেক এমপি ওহিদুর রহমান প্রমূখ।

এছাড়া ভাষা সৈনিক ডা: আমজাদ হোসেনের ছেলে সাংবাদিক ফরিদুল করিম তরফদার, ভাষা সৈনিক ডা: মঞ্জুর হোসেনের ছেলে নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র হাসান ইমাম তমাল, ভাষা সৈনিক আব্দুল হাই তালুকদারের ছেলে আব্দুল আজিজ তালুকদার, ভাষা সৈনিক তমিজ উদ্দীনের ছেলে কমরেড মহসীন রেজা, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দীন, একুশে পরিষদেও সাধারন সম্পাদক এমএম রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ভাষা সৈনিক আব্দুল হাই তালুকদারকে ও ভাষা সংগ্রামী পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Exit mobile version