Site icon Jamuna Television

প্রতিবেশীর সাথে স্ত্রীর পরকীয়া, তালাবদ্ধ ঘরে স্বামীর লাশ উদ্ধার

গাজীপুরে শুক্রবার দুপুরের দিকে বাউপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের সন্দেহ। এই ঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীর আলম মাসুম নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

মৃত যুবকের নাম সোহেল (২৮)। তিনি মহানগরের ভূরুলিয়া এলাকার রতন মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সমীর কূমার স্থানীয়দের সাথে কথা বলে জানান, আটক জাহাঙ্গীরের সাথে নিহতের স্ত্রীর পরকিয়া প্রেম রয়েছে। এছাড়া নিহতর গলায় কালচে দাগ রয়েছেও বলে জানান তিনি।

ওসি সমির কুমার জানান, নিহতের স্ত্রী এ্যাডভোকটে মুক্তা আক্তার গত রাতে বাড়িতে ছিলেন না। তিনি দুপুরে বাড়ি ফিরে দেখেন সােহেলের ঘরের দরজা ভিতর থেকে তালা মারা এবং চাবি ভিতরে পরে রয়েছে। সোহেলের স্ত্রী ও আটকৃত মাসুম এসে তালা খোলে সোহেলকে মৃত: অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করেন।

এলাকার লোকজন ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের র্মগে পাঠিয়েছেন।

Exit mobile version