Site icon Jamuna Television

হেলিকপ্টারে উড়ে এলেন ইমাম, পড়লেন জুমার নামায

ফেনীর দাগনভূঞায় জুমার নামাজে খুতবা পাঠ ও ইমামতি করেছেন পবিত্র মক্কা শরীফের মসজিদ জামেআশ শোহাদার ইমাম ও খতিব শায়েখ ড. মুহাম্মদ বিন হাসসান আশ্শারআবি। এসময় নামাজে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসায় দিনব্যাপী বার্ষিক আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে আসেন মসজিদ জামেআশ শোহাদার ইমাম।

স্থানীয়রা জানান, জুমার নামাজে খুতবায় পবিত্র মক্কা শরীফের মসজিদ জামেআশ শোহাদার ইমাম ও খতিব শায়েখ ড. মুহাম্মদ বিন হাসসান আশ্শারআবি মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন।

অনুষ্ঠানের একটি আকর্ষণ ছিল আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজগণের সুললিত কণ্ঠের ক্বেরাত তেলাওয়াত। এ ছাড়া ইসলামি সংগীত পরিবেশন করে কলরব শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

Exit mobile version