Site icon Jamuna Television

গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্র আজ

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্র আজ।

গণভবনে শনিবার বিকাল সাড়ে ৩টায় এ আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে সংলাপে অংশ নিলেও এবার চা-চক্রে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।

এ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে শুক্রবার চিঠি দিয়েছেন তারা। চিঠিতে আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছিল তাদেরকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে। ১৪ দল, জাতীয় পার্টি, যুক্তফ্রন্টসহ বাম দলগুলো প্রধানমন্ত্রী চা-চক্রে যোগ দেয়ার কথা রয়েছে।

তবে যোগ দিচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার এ বিষয়ে গণভবনে চিঠি দিয়েছে তারা। যাতে বলা হয়, নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কোনভাবেই নৈতিক নয়। নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে নতুন মামলায়। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণে যোগ দেয়া সম্ভব নয়।

Exit mobile version