Site icon Jamuna Television

ছুটির দিনে সকাল থেকেই জমজমাট বাণিজ্য মেলা

ছুটির দিনে সকাল থেকেই জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সময় গড়ানোর সাথে সাথে মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়।

আজ শনিবার ছুটির দিন থাকায় পরিবার পরিজন নিয়ে মেলায় আসার সুযোগ নিয়েছেন অনেকে। বেশিরভাগ ক্রেতার আগ্রহের কেন্দ্রে রয়েছে যমুনা গ্রুপের প্যাভিলিয়নসহ গৃহস্থালি পণ্যের স্টলগুলো। যমুনা ইলেকট্রনিক্স-এর পণ্যে মিলছে মূল্যছাড় সুবিধা। এতে খুশি ক্রেতারা।

মেলা শেষদিকে চলে আসলেও, অনেকে নানা ধরনের পণ্য পরখ করে দেখছেন। অপেক্ষায় আছেন আরও মূল্য ছাড় সুবিধার আশায়। আগে যারা পণ্য বাচাই করছেন, তাদের বেশিরভাগই এখন সংগ্রহ করছেন। বিক্রেতারাও মেলার পরিবেশ ও বেচাকেনায় সন্তুষ্ট। বাকী দিনগুলোতে ক্রেতা সমাগম আরও বাড়বে বলে আশা করছে, রফতানি উন্নয়ন ব্যুরো।

Exit mobile version