Site icon Jamuna Television

দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ: খাদ্যমন্ত্রী

দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। আগামী দিনের চ্যালেঞ্জ নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। এজন্য সারাদেশে ৪৬৩ টি সংস্থাও কাজ শুরু করেছে। এসব কথা বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

আজ সকালে নওগাঁয় নিরাপদ খাদ্য দিবসের কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ভেজাল খাদ্য পরিবেশন প্রতিরোধে হোটেল রেস্টুরেন্টগুলো গ্রেডিংয়ের আওতায় আনা হচ্ছে। স্ব-স্ব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে তদারকি করবেন। নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী।

পরে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালীর আয়োজন করা হয়। র‍্যালী শেষে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

Exit mobile version