Site icon Jamuna Television

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশ-বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ হয়েছে বিএনপি: কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশ-বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ হয়েছে বিএনপি। এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সকালে নারায়ণগঞ্জে দ্বিতীয় কাঁচপুর সেতু পরিদর্শন করেন তিনি। এসময় এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এমন নেতিবাচক ধারায় চলছে যেখানে সৌজন্যবোধ হারিয়ে গেছে। তার প্রমাণ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা চক্রে অংশ না নেয়া। যে কোন নির্বাচনে অংশগ্রহণ না করা রাজনৈতিক দলের জন্য শুভকর নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Exit mobile version