Site icon Jamuna Television

বর্তমান সংসদের বৈধতা নেই: মির্জা ফখরুল

বর্তমান সংসদের বৈধতা নেই, ৩০ ডিসেম্বর তৃতীয়বারের মতো আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেসক্লাবে সহিংসতা ও নারী এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় মির্জা ফখরুল আরো বলেন, বিএনপিতে নয়, এখন গোটা জাতির সংকটকাল চলছে। হতাশ না হয়ে নেতাকর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান, মির্জা ফখরুল। গণতন্ত্রের মৃত্যু হয়েছে, ইচ্ছাকৃতভাবেই রাষ্ট্রকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে নারীরা মোটেই নিরাপদ নয়; গোটা দেশই জিম্মি বলে মন্তব্য করেন, বিএনপি মহাসচিব।

Exit mobile version