Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা-চক্রে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা-চক্রে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ বিকাল সাড়ে ৩টা থেকে গণভবনে এই চা-চক্র শুরু হয়।

নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছিল তাদেরকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে। এ পর্যন্ত অংশ নিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট সালমা ইসলাম, জেপি’র আনোয়ার হোসেন মঞ্জু, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া। এছাড়া যুক্তফ্রন্টের ২৩জন নেতা চা চক্রে অংশ নিয়েছেন।

তবে যোগ দিচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার এ বিষয়ে গণভবনে চিঠি দিয়েছে তারা। যাতে বলা হয়, নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কোনভাবেই নৈতিক নয়। নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে নতুন মামলায়। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণে যোগ দেয়া সম্ভব নয়।

Exit mobile version