সাতক্ষীরা প্রতিনিধি:
এসএসসি পরীক্ষার্থী মেয়েকে হলে পৌঁছে দিয়েই রাস্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হতভাগ্য এক বাবা। এমন হৃদয়বিদারক ঘটনায় বিষাদের ছায়া নেমে এসেছে শিক্ষার্থী-অভিভাবকসহ গ্রামবাসীর মাঝে।
বাবা হারানো এই পরীক্ষার্থীর নাম উর্মি খাতুন। সে স্থানীয় ডুমুরিয়া হাইস্কুলের ছাত্রী। তারা বাবার নাম খোকন সরদার। তারা সাতক্ষীরার তালা উপজেলার খেসরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
শনিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে মেয়ে উর্মিকে পাইকগাছা উপজেলার রাড়ুলি কাটিপাড়া কেন্দ্রে পৌঁছে দিতে যান বাবা। কেন্দ্র সূত্রে জানা গেছে, খোকন সরদার তার মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় কেন্দ্রের মাঠ পেরিয়ে রাস্তায় আসতেই আচমকা লুটিয়ে পড়েন। নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।
এদিকে, এমন হৃদয়বিদারক ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাবা হারানোর শোক সামলে উর্মি সামনের পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে কিনা তা নিয়েও সংশয়ে আছেন তারা।

