Site icon Jamuna Television

যমুনা‌ টি‌ভির ব‌রিশাল ব্যুরো প্রধান কাওসারের পিতার দাফন সম্পন্ন

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

যমুনা‌ টে‌লি‌ভিশনের ব‌রিশাল ব্যুরো প্রধান কাওসার হোসেনের বাবা মরহুম মোঃ ইউনুস খান আর নেই। (ইন্না‌ লিল্লাহি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন)। আজ দুপুর ১টায় ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে তি‌নি মারা যান।

বিকাল সোয়া ৫টায় মরহুমের নামাজে জানাজা ব‌রিশাল শহ‌রের পলাশপুর এলাকার আলহাজ্ব দ‌লিল উ‌দ্দিন বা‌লিকা মাধ্য‌মিক বিদ্যালয় মা‌ঠে অনু‌ষ্ঠিত হয়। সেখা‌নে সর্বস্ত‌রের মানুষ তা‌কে শেষ শ্রদ্ধা জানান।

পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ব‌রিশাল ও পটুয়াখালীর সাংবা‌দিকবৃন্দসহ বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের নেতৃবৃন্দরা। নামাজে জানাজা শেষে ব‌রিশাল শহ‌রের পলাশপুর মুস‌লিম কাজীর কবরস্থা‌নে দাফন করা হয়।

প্রসঙ্গত, মরহুম ইউনুস খান দীর্ঘ‌দিন ধ‌রে কিড‌নি সমস্যায় ভুগ‌ছি‌লেন। শুক্রবার সকালে তি‌নি হঠাৎ অসুস্থ হ‌য়ে পর‌লে সকাল ১০টায় ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। আজ দুপুর ১টায় কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। মৃত্যুকা‌লে তি‌নি স্ত্রী এক ছে‌লে এক মে‌য়েসহ অসংখ্য গুনগ্রা‌হী রে‌খে গে‌ছেন।

Exit mobile version