Site icon Jamuna Television

উৎকণ্ঠার মধ্যেই এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু

নানা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই এসএসসি ও সমানের পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়।

সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। গত বছরের প্রশ্নে বাংলা প্রথম পত্র পরীক্ষা নেয়ায় শিক্ষার্থীদের নম্বর বন্টন কিভাবে হবে তা নিয়ে উদ্বিগ্ন অনেক অভিভাবক। রাজধানীতে না হলেও চট্টগ্রাম ও মানিকগঞ্জসহ কয়েকটি জেলার বেশকিছু কেন্দ্রে গতকাল আগের বছরের প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে।

Exit mobile version