Site icon Jamuna Television

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রিপন কুমার (৪৫)। তিনি পাবনার সাথিয়া উপজেলার হারিয়া গ্রামের সুশান্ত কুমারের ছেলে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি হারুন মজুমদার জানান, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ পার হওয়ার সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেসের ইঞ্জিনে ধাক্কা খান রিপন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Exit mobile version