Site icon Jamuna Television

দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ইরান

বিপ্লবের বর্ষপূর্তিতে দূরপাল্লার নতুন ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ইরান। শনিবার, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামির বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

তাদের দাবি, ‘হুভাইজা’ নামের নতুন এই ক্ষেপণাস্ত্র এক হাজার ৩৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে সক্ষম। প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণে ১২শ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি। স্বল্প উচ্চতার বলে কিছু সীমাবদ্ধতাও আছে ক্ষেপণাস্ত্রটির। যদিও নিজস্ব গবেষণা ও প্রযুক্তিতে নির্মিত বলে ‘হুভাইজা’-কে প্রতিরক্ষায় বড় সাফল্য হিসেবে দেখছে তেহরান।

জানা গেছে, ২০১৫ সালে উন্মোচিত ৭শ’ কিলোমিটার দূরত্বে যেতে সক্ষম ‘সুমার’ ক্রুজ মিসাইলেরই আধুনিক সংস্করণ ‘হুভাইজা’। গেল বছর যুক্তরাষ্ট্র ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরই পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে গতি ফেরানোর ঘোষণা দেয় ইরান।

Exit mobile version