Site icon Jamuna Television

ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো খাদ্যে ভেজাল বিরোধী অভিযানও জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখা হবে। আজ দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় শেখ হাসিনা আরো বলেন, বিষযুক্ত খাবার পরিবেশন কোনভাবে বরদাস্ত করা হবে না। খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টিকর খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার। ভেজাল খাবারের বিরুদ্ধে নাগরিক সচেতনতা জরুরি বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

খাদ্য মজুদ নিশ্চিতে সারা দেশে প্রায় ৫ লাখ পারিবারিক সাইলো বিতরণ করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। কারও কাছে হাত পেতে নয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়ে থাকবে বলে জানান শেখ হাসিনা।

Exit mobile version