Site icon Jamuna Television

বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

বগুড়া ব্যুরো

বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলেকে ফাঁসির দণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। হত্যাকাণ্ডের একবছর পর  আদালত ফাঁসির দণ্ড দিলেও সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন আসামি। সেই আবেদনের প্রেক্ষিতে আরো প্রায় ৮ বছর বিচারকাজ চলার পর রোববার পুর্নর্বিবেচনার রায়ে ফাঁসির দণ্ডই বহাল রেখেছেন আদালত।

আদালত পুলিশ জানায়, ২০০৯ সালে বগুড়ার কাহালু উপজেলার বাথই গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে মা রওশন আরাকে ছুরিকাঘাত করে হত্যা করেন ছেলে আবু রায়হান। রায়হানের বোন রাবেয়া এই ঘটনায় মামলা দায়ের করলে ২০১০ সালে বগুড়ার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-৩ এর বিচারক নিতাই চন্দ্র সাহা ফাঁসির দণ্ড দেন তাকে। আসামি রায়হান রায় পুনর্বিবেচনার আবেদন করলে আবারো চলে বিচারিক কাজ। সেই প্রক্রিয়া শেষে রোববার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-৩ এর বিচারক গোলাম ফারুক পুনির্বিবেচনার রায়েও ফাঁসির দণ্ড বহাল রাখেন রায়হানের।

Exit mobile version