Site icon Jamuna Television

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ‘সন্ত্রাসীদের আখড়া’, নাম বদলাতে হবে: বিজেপি নেতা

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে ‘সন্ত্রাসীদের আখড়া’ বলে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন আগ্রার মেয়র নবীন জৈন।

গতকাল শনিবার ইন্ডিয়া টুডে’র সাথে আলাপকালে বিজেপির এই নেতা বলেন, সাম্প্রায়িদক বিভিন্ন ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ‘দেশবিরোধী চিন্তাভাবনা’ উৎসাহিত করছে।

বিশ্ববিদ্যালয়টির ছাত্র কাউন্সিলের সাবেক একজন প্রধান সম্প্রতি ক্যাম্পাসে একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে প্রতীকীভাবে বিজেপির দলীয় পতাকা পুড়িয়েছিলেন। তারপরই মেয়র নবীন এই মন্তব্য করলেন।

তিনি আরও বলেন, ‘দেশবিরোধী কার্যক্রমের কারণে আলীগড় বিশ্ববিদ্যালয় এখন সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। নবীনের মতে, বিশ্ববিদ্যালয়টির নাম বদলে ফেলার সময় এসেছে। কারণ, দেশে এখন অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের নামে কোনো ধর্মীয় শব্দ নেই। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় নামে যে প্রতিষ্ঠানটি আছে সেটি ‘ধর্মভিত্তিক নয়’ বলেও দাবি করেন নবীন।

Exit mobile version