Site icon Jamuna Television

কারাগারগুলোতে দুই-তৃতীয়াংশ মানুষ বিনা বিচারে বন্দি: সুলতানা কামাল

দেশের কারাগারগুলোতে দুই-তৃতীয়াংশ মানুষ বিনা বিচারে বন্দি আছে। এমনটাই জানিয়েছেন মানবাধিকার কর্মী ও টিআইবি’র চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল। দুপুরে নারায়ণগঞ্জে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নেন তিনি।

সুলতানা কামাল বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েই চলছে। প্রতিদিনই লাশ উদ্ধারের খবর নাগরিক জীবনের জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। যে অপরাধে সম্পৃক্ত থাকার অজুহাতে ক্রসফায়ার হচ্ছে, সে ধরনের অপরাধ কমছে না বলেও মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা।

Exit mobile version