Site icon Jamuna Television

পরীক্ষিত নেতাকর্মীরাই উপজেলায় মনোনয়ন পাবেন: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা অগ্রাধিকার পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, প্রথম ধাপের ৮৭ উপজেলা পরিষদের ফরম বিক্রি শুরু হয়েছে। চলবে ৮ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত। সেদিনই প্রথম ও দ্বিতীয় ধাপের চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হবে। পরের দিন ৯ ফেব্রুয়ারি তৃতীয় ও চতুর্থ ধাপের প্রার্থী বাছাই করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাধারণ সম্পাদক জানান, শুধু চেয়ারম্যান পদে দলীয় প্রতীক দেয়া হবে। অন্যান্য পদগুলো উন্মুক্ত থাকবে।

সংরক্ষিতে নারী আসন ১ হাজার ৫১৮ জনের বায়োডাটা জমা পড়েছে জানিয়ে তিনি বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা যে কমিটি করেছেন তারাই যাচাই বাছাই করছে। ৪৩ জনকে মনোনয়ন দিতে পাল্টামেন্টারি মনোনয়ন বোর্ডের সভাও অনুষ্ঠিত হবে।

Exit mobile version