Site icon Jamuna Television

সংসদ নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রাখায় পুলিশকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা পালনে পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কোন নিরীহ মানুষ যেন হয়রানি ও নির্যাতনের শিকার না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমস্যা আন্তরিকতা ও মানবিকতার সাথে দেখে সমাধান করতে হবে। বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা পুলিশ বাহিনীকে আরও জনগণের কাছাকাছি যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সফলতার জন্য যেমন পুরস্কৃত হবেন তেমনি জবাবদিহিতাও যথাযথভাবে নিশ্চিত করতে হবে।

এর আগে বার্ষিক কুচকাওয়াজে সালাম গ্রহণ, বীরত্বপূর্ণ কাজের জন্য পদক বিতরণ, পুলিশ নারী কল্যাণ সমিতির স্টল পরিদর্শন ও পুলিশ সদস্যদের সঙ্গে কল্যাণ প্যারেড পরিদর্শন করেন। পাশাপাশি মধ্যাহ্নভোজে অংশ নেয়ার কথা রয়েছেন প্রধানমন্ত্রীর।

Exit mobile version