Site icon Jamuna Television

মা অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় শিশু হালিমাকে খুন করে চাচা

মা অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় শিশু হালিমাকে শ্বাসরোধে হত্যা করে তারই চাচা হেলাল। আজ সোমবার সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভাদুঘর ভুঁইয়াপাড়া এলাকায় বাড়ির পাশ থেকে গত শনিবার শিশু হালিমার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর সন্দেহভাজন হিসেবে শিশুটির চাচা হেলাল ও রুবেল নামে দুইজনকে আটক করা হয়। পুলিশের কাছে দেয়া জবানবন্দীতে আটকরা জানায়, দুই মাস আগে শিশুটির মা’কে অনৈতিক প্রস্তাব দেয় হেলাল। বিষয়টি বাড়িতে জানালে হেলালকে শাসান পরিবারের সদস্যরা।

এই ‘অপমানের প্রতিশোধ’ নিতে শিশু হালিমাকে শ্বাসেরাধ করে হত্যা করে হেলাল ও তার সহযোগী রুবেল।

Exit mobile version