Site icon Jamuna Television

ফেসবুকে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি দেয়ায় যুবক আটক

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দেয়ায় রফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৮। সোমবার দুপুরে শিবচরের চরজানাজাত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল (১৯) একই এলাকার মোহন হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রইছউদ্দিন জানান, ৯ম শ্রেণির ওই স্কুলছাত্রীর ছবি অন্য একটি মেয়ের নগ্ন ছবির সাথে জোড়া লাগিয়ে ফেসবুকে দেয় রফিকুল। পরে স্কুলছাত্রীর পরিবার র‌্যাবের কাছে লিখিত অভিযোগ দিলে অভিযান চালিয়ে রফিকুলকে আটক করে র‌্যাব। আটক রফিকুলের বিরুদ্ধে আইসিটি আইনে শিবচর মামলা দায়েরের কথা জানিয়েছে র‌্যাব।

তিনি আরো জানান, আটক রফিকুল শুধু ফেসবুকেই নয়, ইমোতে একই নগ্ন ছবি দিয়েছে। সে নিজের দোষ স্বীকারও করেছে। ওই স্কুলছাত্রীর পরিবার এ ঘটনায় একাধিকবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোন প্রতিকার পাননি।

এছাড়া বিভিন্ন ব্যক্তির মাধ্যমে উল্টো ওই স্কুলছাত্রীর পরিবারকে ভয়ভীতি দেখানো হয়। পরে, র‌্যাবের কাছে লিখিত অভিযোগ দিলে র‌্যাব আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

Exit mobile version