Site icon Jamuna Television

কাপ্তাইয়ের রাইখালীতে দুবৃর্ত্তদের গুলিতে নিহত ২

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীর কারিগরপাড়ায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে জেএসএস সংস্কার ও ছাত্রলীগের কর্মীসহ ২জন নিহত হয়েছে। নিহতরা হলো জেএসএস সংস্কারের কর্মী মংসানু মারমা (৪৫) এবং ছাত্রলীগ কর্মী জাহিদ হোসেন (২৫)। আজ বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, জেএসএস সংস্কারের কর্মী মংসানু মারমা (৪৫) এবং ছাত্রলীগ কর্মী জাহিদ হোসেন (২৫) একটি চা দোকানে বসে আড্ডা দিচ্ছিল, এসময় অতর্কিতভাবে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যায়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটলেও কারা এর সাথে জড়িত এখনো বলা যাচ্ছে না।

Exit mobile version