Site icon Jamuna Television

কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর

কুমিল্লার চৌদ্দগ্রামে নৈশকোচে পেট্টোল বোমা মেরে আট জন পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। মামলার চার্জ গঠনের তারিখ ২৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর দু’পক্ষের শুনানী শেষে এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্টোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়।

Exit mobile version