Site icon Jamuna Television

ভারতের সুপ্রিম কোর্টে ‘সারদা চিট ফান্ড’ মামলার শুনানি আজ

‘সারদা চিট ফান্ড কেলেঙ্কারি’ মামলায় আজ মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টে কোলকাতা পুলিশ কমিশনার রাজিব কুমারের বিরুদ্ধে শুনানি হবে। আদালত জানিয়েছেন, সিবিআই যথেষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপন করতে পারলেই, কেবল এগুবে মামলা।

আদালত আরও জানিয়েছেন, রাজ্য প্রশাসনের বিরূদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ভুগতে হবে তৃণমূল কংগ্রেস সরকারকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, স্পর্শকাতর ‘সারদা এবং রোজ ভ্যালি পোনজি’ কেলেঙ্কারির জরুরি প্রমাণ ধ্বংস করেছে কলকাতা পুলিশ।

এদিকে, সিবিআই’র তদন্তের বিরুদ্ধে শুক্রবার পর্যন্ত অবস্থান ধর্মঘট বজায় রাখার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি এসময়ের মাঝে, তদন্তের নামে বিরোধীদের দমনের জন্য ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় সরকারকে। সমঝোতায় না এলে, বাড়ানো হবে আন্দোলনের কর্মসূচি।

Exit mobile version