Site icon Jamuna Television

সংসদ নির্বাচনের মতো সিটি’র ভোটেও কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ সিইসির

জাতীয় সংসদ নির্বাচনের মতো সিটি করপোরেশন নির্বাচনেও রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষ ও আপোষহীন থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই-এর সম্মেলন কক্ষে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ৩১ জানুয়ারির মধ্যে সব জায়গা থেকে পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে কোন ধরনের অনিয়ম হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে কমিশনার মাহবুব তালুকদার লোভ ও স্বার্থের ঊর্ধ্বে থেকে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানান। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কঠোর হতে কর্মকর্তাদের নির্দেশ তিনি।

Exit mobile version