Site icon Jamuna Television

অর্থ আত্মসাৎ: বাফুফে সভাপতি ও সিএফও’কে দুদকে তলব

দুনীর্তি দমন কমিশনের (দুদক) নোটিশ পেয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আবু হোসেনকে এই নোটিশটি পাঠিয়েছে দুদক।

যদিও দুদকের নোটিশের সকল বিষয়ই পুরোনো বলে দাবি করেছে বাফুফে। মীমাংসিত বিষয়ে দুদক কেন আবার নোটিশ পাঠিয়েছে তা বলতে পারছেন না সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

২০১৬ সালের সেপ্টম্বরে ভুটানের কাছে হারের পর একবছর আন্তজার্তিক ফুটবল থেকে দুরে ছিল বাংলাদেশ। এই সময়ে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে উঠতে ব্যর্থ হওয়া দলগুলোকে খেলার মধ্যে রাখতে সলিডারিটি কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়। এএফসির ওই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় বাফুফে।

Exit mobile version