Site icon Jamuna Television

‘আইনবহির্ভূত কোন কাজ হলে সেই উপজেলার নির্বাচন বন্ধ করে দেয়া হবে’

আইনবহির্ভূত কোন কাজ হলে সেই উপজেলার নির্বাচন বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
আজ বুধবার সকালে নির্বাচন কমিশন অফিসে নির্বাচনী কর্মকর্তাদের সভায় তিনি আরও বলেন, কে কোন দলের বা গোষ্ঠীর তা দেখা হবে না।

সুষ্ঠু, অবাধ নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, নির্বাচনে পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এজেন্টদের বের করে দেয়া হয় বলে যে অভিযোগ আছে তার বেশিরভাগই সঠিক না বলেও দাবি করে সিইসি।

Exit mobile version