Site icon Jamuna Television

ক্যাম্পাসে সহাবস্থানসহ ৭ দফা দাবিতে উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

ক্যাম্পাসে সহাবস্থান এবং সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে ৭ দফা দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।

সংগঠনের সাধারণ সম্পাদক ভিসির কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন। সংগঠনটি দাবি জানায়, ক্যাম্পাসের সব সক্রিয় ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। আগামী তিন মাস ক্যাম্পাসে সব সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করার পর ডাকসু নির্বাচন দেয়ার দাবি জানায় ছাত্রদল।

শিক্ষার্থীরা যেন ভীতিমুক্ত পরিবেশে ভোট দিতে পারে, সেজন্য হল থেকে ভোট কেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তরের দাবি জানানো হয়েছে ৭ দফায়। একইসাথে সুষ্ঠু নির্বাচনী প্রচারের সুযোগ, মামলা-গ্রেফতার বন্ধের দাবিও জানিয়েছে ছাত্রদল। স্মারকলিপি প্রদান শেষে ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্র সংগঠনটি।

Exit mobile version