Site icon Jamuna Television

কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষক বাবুল হোসেন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকী ৯ আসামির মধ্যে একজনের এক বছরের কারাদণ্ড ও ৮ জনকে খালাস দেয়া হয়েছে। আজ সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মোহম্মদ মশিয়ার রহমান এই রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম কারাগারে থাকলেও এক বছরের দণ্ডপ্রাপ্ত জিকু পলাতক রয়েছে।

মামলায় বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ৫ অক্টোবর কৃষক বাবুল হোসেনকে হত্যা করা হয়। তদন্ত শেষে ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্যগ্রহণ ও যুক্তি তর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

Exit mobile version