Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে ইউএনও’র গাড়ির ধাক্কায় পথচারী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার রাতে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের মুক্তিগঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ইউএনও শিল্পী রানী রায় জানান, নোয়াখালী থেকে রায়পুরে ফেরার পথে ঘটনাস্থলে লোকটি চলন্ত গাড়ির সামনে দিয়ে আকস্মিক রাস্তা পার হতে দৌড় দিলে গাড়ির ধাক্কা খায়। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে দেখে পথচারী লোকটিকে মানসিক ভারসাম্যহীন বলে মনে করেন ইউএনও।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও’র গাড়ি চালকের অসাবধানতাবশত দূর্ঘটনাটি ঘটে। এসময় গাড়িটির গতি বেশি ছিল বলে জানান তারা। লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version