Site icon Jamuna Television

বাদল ফরাজিকে কেন আদালতে হাজির করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

ভারতের আদালতে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের কারাগারে থাকা বাদল ফরাজিকে কেন আদালতে হাজির করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করছেন আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ দুপুরে এই রুল দেন।

বাদল ফরাজিকে কারাগারে আটক রাখার বৈধতা নিয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল দেন হাইকোর্ট। রুলে স্বরাষ্ট্রসচিব, পরাষ্ট্রসচিব, আইজি প্রিজন, কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষসহ বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আসকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম।

Exit mobile version