Site icon Jamuna Television

সরকারি স্কুল কলেজের শিক্ষকরা কোচিং করাতে পারবেন না: হাইকোর্ট

সরকারি স্কুল কলেজের শিক্ষকরা কোচিং করাতে পারবেন না। কোচিং বাণিজ্য বন্ধে সরকারের নীতিমালা বৈধ।  আজ  কোচিং সেন্টার নিয়ে শুনানি শেষে  বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজীব আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, কোচিং বাণিজ্য নিয়ে দুদকের অনুসন্ধান এখতিয়ার বর্হিভূত। দুদকের উচিত আর্থিক খাতের দুর্নীতিগুলোকে অগ্রাধিকার দেয়। কোচিং নিয়ে শুনানি চালাকালে আদালত আরও বলেন দুদক, দুর্নীতির সাথে জড়িত বড় বড় রাঘববোয়ালদের ধরে এনে ছেড়ে দিচ্ছে; ব্যস্ত আছে স্কুল শিক্ষকদের ক্লাসে উপস্থিতির নিয়ে।

এরআগে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট আরেকটি রায়ে বলেন,  ক্লাস রুমে শিক্ষকদের পড়ানোর ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্য হচ্ছে। কোচিং বাণিজ্যকে নতুন ধরনের অপরাধ।

 

Exit mobile version