Site icon Jamuna Television

মোবাইলে প্রশ্নফাঁসের চেষ্টায় শিক্ষকের কারাদণ্ড, ৭ শিক্ষার্থী বহিষ্কার

হবিগঞ্জের বাহুবলে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বাইরে সরবরাহের চেষ্টা করায় মোঃ রকেট উদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া পরীক্ষা হলে মোবাইলের মাধ্যমে নকলের দায়ে আরো ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ওই শিক্ষককে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে দন্ডাদেশ দেন।

রকেট উদ্দিন উপজেলার মিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক।

সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে তিনি গোপন সংবাদে জানতে পারেন বাহুবল ডিগ্রী কলেজ কেন্দ্রে এক শিক্ষক প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছেন। সকাল ৯.৪৫ মিনিটে বাহুবল ডিগ্রী কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়  শিক্ষক রকেট উদ্দিন  সংরক্ষিত প্রশ্নপত্রের কক্ষে প্রবেশ করে মোবাইলে প্রশ্নপত্র বাইরে সরবরাহের চেষ্টা করছে।  তার মোবাইলে প্রশ্নপত্রের ছবি ও বিভিন্ন শিক্ষার্থীদের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী এসএসসি পরীক্ষা চলাকালে মিরপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোবাইল ব্যবহারের মাধ্যমে নকল করায় ৭ শিক্ষার্থীকে বহিষ্কার  হয়। এ সময় তাদের সকলের নিকট থেকেই একটি করে মোবাইল জব্দ করা হয় ।

Exit mobile version