Site icon Jamuna Television

রাজবাড়ীতে দুই ক্লিনিককে আর্থিক জরিমানা

কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী

মেয়াদ উত্তীর্ণ প্যাথোলজি রি এজেন্ট (মেডিসিন) ব্যবহার ও সঠিক নির্দেশনায় সংরক্ষণ না করার দায়ে রাজবাড়ীতে রাবেয়া (প্রাঃ) হাসপাতাল ও আদর্শ ক্লিনিক কে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা সদরের সজ্জনকান্দা এলাকার পাবলিক হেল্থ মোড়ে রাবেয়া (প্রাঃ) হাসপাতাল কে ৫ হাজার টাকা ও আদর্শ ক্লিনিক কে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইনে সদর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও কয়েকটি ক্লিনিক পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ধারণা দেওয়া হয়। অভিযান চলাকালে ক্লিনিক মালিকপক্ষ ও ব্যবস্থাপনা পক্ষর মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

Exit mobile version