Site icon Jamuna Television

৩৩ শতাংশ বাসের ফিটনেস সনদ ঠিক নেই

৩৩ শতাংশ বাসের ফিটনেস সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়, আর ৫৬ শতাংশের গতি নিয়ন্ত্রক সিল ঠিক নেই বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ।

বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করা হয়। সেখানে এই তথ্য তুলে ধরা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ অনুসারে কমিটি গঠন করে বিআরটিএ। যানবাহনের ওপর জরিপ চালিয়ে তারা এই প্রতিবেদন দাখিল করেছে।

Exit mobile version