Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর নামে ৭৫২ ভুয়া ফেসবুক আইডি বন্ধ

প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থার নামে ভুয়া ফেসবুক আইডি এবং পেইজ বন্ধ করেছে ফেসবুক। এতথ্য জানিয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসি।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার বর্গের নামে ভুয়া আইডি বা পেজ খুলে মিথ্যা ও মানহানিকর প্রচার ছড়িয়ে দেশ ও বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টায় লিপ্ত ছিল।

এনটিএমসি ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ২৭ জানুয়ারী, ২০১৯ পর্যন্ত প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২ টি আইডিসহ সর্বমোট ১৩৩২ টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করেছে। এছাড়া অনুমোদনবিহীন ২৮৮ টি পেজ, ২৮ টি গ্রুপ এবং ৭১টি প্রোপাগান্ডামূলক পোস্ট মুছে ফেলা হয়েছে ফেসবুক থেকে।

Exit mobile version