Site icon Jamuna Television

৭ম দিনে পাঠকের হাতে ১৭১টি বই

অমর একুশে গ্রন্থমেলার ৭ম দিনে পাঠকের হাতে পৌঁছেছে, ১৭১টি বই। প্রায় প্রতিদিনই আসছে তরুণ লেখকদের বই।

তবে বড় প্রকাশনী তরুণ লেখকদের বই প্রকাশে আগ্রহ কম দেখায় বলে অভিযোগ তরুণ লেখকদের। সন্ধ্যা থেকে অফিস ফেরত পাঠক ও দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে।

এবারের মেলায় আজই প্রথমবারের মত এসেছিলেন জনপ্রিয় লেখক ড.মুহাম্মদ জাফর ইকবাল। বিকেল থেকে তিনি পাঠকদের সাথে বইমেলা ঘুরেছেন। তরুণ পাঠকদের সাথে অটোগ্রাফ ও ফটোগ্রাফে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। আগামীকাল সকালে বইমেলায় শিশু প্রহরের আয়োজন রয়েছে।

Exit mobile version