Site icon Jamuna Television

খালেদার গাড়িবহর ও সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানালেন রিজভী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে ও সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ প্রতিক্রিয়া জানান। বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে সরকার দলীয় নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে নেতাকর্মীরা কাণ্ডজ্ঞানহীন মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পুলিশের ভুমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন রিজভী।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version