Site icon Jamuna Television

চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে খালেদা জিয়া

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উদ্দেশে যাত্রাপথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করছেন। দুপুরের আগেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

গত রাতে খালেদা জিয়া চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান। পরে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে সাক্ষাত করেন তিনি। এর আগে যাত্রা বিরতির অংশ হিসেবে বেশ কিছু সময় কাটান ফেনী সার্কিট হাউজে। সেখানেও খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপি নেতা-কর্মীরা। তাদের সাথেও কথা বলেন বিএনপি নেত্রী।

গতকাল শনিবার বিকেলে ফেনী যাওয়ার পথে মোহাম্মদ আলী বাজার এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় যমুনাসহ বেশ কিছু টেলিভিশনের সংবাদকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে আহত হন কয়েকজন সাংবাদিক।

Exit mobile version