Site icon Jamuna Television

আবারও ইনজুরিতে সাকিব, যাওয়া হচ্ছে না নিউজিল্যান্ড

সাকিব আল হাসান। ফাইল ছবি।

আবারও ইনজুরিতে পড়লেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আঙ্গুলে চিড় ধরা পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে চিটকে গেছেন এই অলরাউন্ডার।

গতকাল বিপিএলের ফাইনালে কুমিল্লার বিপক্ষে ব্যাট করার সময় বা হাতের কনিষ্ঠা আঙ্গুলে চোট পান সাকিব। ম্যাচের পরপরই এক্সরে করার পর তার আঙ্গুলে চিড় ধরা পড়ে। পরে বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। সুস্হ্য হতে আপতত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।

আজ রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিলো সাকিবের।

দুঃসময় সঙ্গ ছাড়ছে না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। গেলো বছর অনেকটা সময় আঙুলের চোটে মাঠের বাইরে কাঁটাতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান স্তম্ভদের অন্যতম সাকিবকে।

Exit mobile version