Site icon Jamuna Television

চট্টগ্রামে পিকনিকের বাস থেকে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৬

চট্টগ্রামে পিকনিকের বাস থেকে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে র‍্যাব। আজ ভোরের দিকে শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, চল্লিশ জন যাত্রী নিয়ে যশোর থেকে কক্সবাজার ভ্রমণ শেষে ফিরছিলো পিকনিকের বাসটি। মালপত্র রাখার জায়গায় কৌশলে ইয়াবা আনার সময় ওই এলাকায় পৌছলে সন্দেহজনকভাবে তল্লাশি চালায় র‍্যাব সদস্যরা। পরে বাসটি থেকে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন তারা। আটক করা হয় ৬ জনকে। প্রাথমিকভাবে আটক এই ৬ জনের ইয়াবা চোরাচালানে সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানায় র‍্যাব।

Exit mobile version