Site icon Jamuna Television

অপহরণের অভিযোগে আটক দুই পুলিশ কর্মকর্তাকে আদালতে তোলা হবে আজ

গাজীপুরের কালিয়াকৈরে ৩ জনকে অপহরণের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে নেয়া হবে।

শুক্রবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে বের হন সূত্রাপুর এলাকার রায়হান, লাবিব ও নওশাদ। পথে তাদের গাড়ি আটকিয়ে সাদা পোশাকে একটি গাড়িতে তুলে নেয় কয়েকজন। এরপর ৩০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। টাকা দিতে রাজি না হলে মেরে ফেলারও হুমকি দেয় তারা।

পরিবার কালিয়াকৈর থানায় অভিযোগ করলে ওইদিন রাতেই তাদের উদ্ধার করা হয়। এর পরপরই অপহরণের অভিযোগে কালিয়াকৈর থানার এএসআই আব্দুল্লাহ আল মামুন ও টাঙ্গাইলের মির্জাপুর থানার এএসআই মুসফিকুর রহমানকে প্রত্যাহার করা হয়। মামলার পর তাদের গ্রেফতার করে পুলিশ।

Exit mobile version