Site icon Jamuna Television

কুমিল্লায় গণধোলাইয়ের শিকার ৭ ছাত্রলীগ কর্মীকে বিকালে আদালতে তোলা হবে

কুমিল্লায় গণধোলায়ের শিকার সাত ছাত্রলীগ কর্মীকে আদালতে নেয়া হবে আজ। গতকাল দেবিদ্বারে বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে কনেকে অপহরণের চেষ্টা করলে গণধোলাইয়ের শিকার হন তারা।

আজ বিকেলে তাদের আদালতে নেয়া হবে বলে জানায় পুলিশ। সাত জনের বিরুদ্ধে অপহরণ চেষ্টার মামলা করা হয়েছে। এতে গ্রেফতার ৭ জন ছাড়াও নাম উল্লেখ করা হয়েছে আরও দু’জনের। অজ্ঞাত আসামি ২৫ থেকে ৩০ জন। গ্রেফতার আসামিদের ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

শুক্রবার একটি বৌভাত অনুষ্ঠান থেকে কনেকে তুলে নিতে নিমসার জুনাব আলী ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি ইসমাইল ও আরেক ছাত্রলীগ নেতা সাকিব কয়েকজনকে নিয়ে হামলা চালায়। ঘটনা বুঝতে পেরে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। ইসমাইল ও সাকিব পালিয়ে গেলেও সাত জনকে ধরে গণপিটুনি দেয়া হয়। পরে তাদের সোপর্দ করা হয় পুলিশে।

Exit mobile version