Site icon Jamuna Television

‘খালেদা জিয়ার গাড়িবহরে বিএনপি হামলা করেছে’

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে বিএনপি নিজেরাই নিজেদের উপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের কেউ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেনি। সড়কে জনতার ঢল নামাতে ব্যর্থ হয়ে অন্যভাবে দৃষ্টি আকর্ষণ করতে বিএনপি নিজেরাই হামলার ঘটনা সাজিয়েছে।

বিএনপি চেয়ারপারসন ত্রাণ সাহায্য না দিয়ে শোডাউন করতে কক্সবাজার যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, গতকাল ফেনীর মোহাম্মদ আলী বাজারে খালেদা জিয়ার গাড়িবহর হামলার শিকার হয়। এসময় তাঁকে বহনকারী গাড়িসহ গণমাধ্যমের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

হামলায় কয়েকজন সাংবাদিকও আহত হন। গাড়ি থামিয়ে সাংবাদিকদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টার সময় দুটি টিভি চ্যানেলের ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আগামী মঙ্গলবার ঢাকায় ফেরার কথা রয়েছে খালেদা জিয়ার।

Exit mobile version