Site icon Jamuna Television

ক্যান্সার সোসাইটির লটারির পুরস্কার জিতলো যে ৩টি নম্বর…

বাংলাদেশ ক্যান্সার সোসাইটির লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকাল ৩টায়। রাজধানীতে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি চত্বরে অনুষ্ঠিত ড্র’তে প্রথম পুরস্কার বিজয়ী হয় ‌‌’জ-২৬১৪৬২’ নম্বরটি। এছাড়া দ্বিতীয় পুরস্কার পান ‘ঞ-১৯২০৬৪’ নম্বর টিকেটের মালিক। আর ৩য় পুরস্কার বিজয়ী হয়েছে ‘খ-৪৮২৬৮৪’ নম্বর।

গত ডিসেম্বর মাসে লটারির টিকেট বিক্রি শুরু হয়। প্রধানমন্ত্রীর অনুদানে ঢাকার মিরপুরে ২৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টার নির্মাণের তহবিল সংগ্রহের জন্য এই লটারি ছাড়া হয়।

১.৭৪ একর জমির ওপর বিশ্বমানের এ হাসপাতালটির সাথে একটি ওয়েলফেয়ার হোম নির্মাণ করা হলে সুবিধা পাবেন এদেশের অসংখ্য মানুষ। 

গত ২৩ ডিসেম্বর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লটারির টিকেট বিক্রি চলে। গত বছর এই লটারির প্রথম পুরস্কার ছিল ২৫ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লক্ষ ও তৃতীয় পুরস্কার ছিল ৬০ হাজার টাকা।

Exit mobile version