Site icon Jamuna Television

হাসপাতালে কবি আল মাহমুদ

গুরুতর অসুস্থ হয়ে জনপ্রিয় কবি আল মাহমুদ রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে রাখা হয়েছে কার্ডিয়াক কেয়ার ইউনিট-সিসিইউতে।

গত শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে কবিকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে অবস্থা সংকটাপন্ন হলে নেয়া হয় সিসিইউতে। ৮২ বছর বয়সী আল মাহমুদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তবে তাঁর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।

১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমিসহ নানা পুরস্কারে ভূষিত তিনি। সম্প্রতি বেশ কয়েকবারই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কবি আল মাহমুদ।

Exit mobile version