Site icon Jamuna Television

প্রতিবছর নতুন বেকার হচ্ছে ৮ লাখ: সিপিডি

চাহিদা অনুয়ায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় প্রতিবছর নতুন বেকার হচ্ছে আট লাখ। আজ রবিবার সকালে, ‘প্রবৃদ্ধি ও অগ্রাধিকার’ বিষয়ক সংলাপে এ তথ্য তুলে ধরে, সেন্টার ফর পলিসি ডায়ালগ, (সিপিডি)।

মূল প্রবন্ধে বলা হয়, গেল দশ বছরে আর্থ-সামাজিক ক্ষেত্রে অনেক উন্নয়ন হলেও কর্মসংস্থান বিহীন প্রবৃদ্ধি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৈষম্যের চিত্রও উদ্বেগ বাড়াচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য ব্যবহার করে গবেষণায় বলা হয় প্রতি বছর ২১ লাখ নতুন মানুষ শ্রমবাজারে ঢুকছেন, বিপরীতে চাকরি তৈরি হচ্ছে ১৩ লাখ। সে ক্ষেত্রে প্রতি বছর নতুন করে আট লাখ মানুষ বেকার হচ্ছে। বলা হয়েছে প্রবৃদ্ধির সুবিধা সমান ভাবে বিতরণ না হওয়ায়, বৈষম্য চরম আকার ধারণ করেছে।

বক্তারা বলেন, শিক্ষা এবং স্বাস্থ্যখাতে নজর দেয়া দরকার। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে উল্লেখ করে বলা হয়, হাসপাতালগুলোতে অবকাঠামো উন্নয়ন হলেও, তা ব্যবহারে স্বচ্ছতা নেই। শিক্ষা ব্যবস্থা’র আধুনিকীকরণ না হলে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। এক্ষেত্রে কোচিং বাণিজ্য বন্ধ করার দিকটি সামনে আনা হয়।

Exit mobile version