Site icon Jamuna Television

আগামী সপ্তাহে ভারতে চালু হচ্ছে প্রথম ইঞ্জিনবিহীন দ্রুতগামী ট্রেন

বন্দে ভারত এক্সপ্রেস বা ট্রেন-১৮। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্রেনটির পথ চলা শুরু আগামী ১৫ ফেব্রুয়ারি। ইঞ্জিনবিহীন ট্রেনটি চলবে ‘সেলফ প্রপালশন’ প্রযুক্তিতে।

ওইদিন নয়াদিল্লি থেকে এই ট্রেনটির সূচনা হবে। উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল দশটায় প্রধানমন্ত্রী এই ট্রেনের সূচনা করবেন বলে রেল জানিয়েছে।

গত বৃহস্পতিবার ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে একথা। সেদিন নয়াদিল্লি স্টেশন থেকে ‘বন্দে ভারত এক্সপ্রেস’ এর যাত্রা শুরু। দিল্লি থেকে বারাণসী পর্যন্ত যাবে বন্দে ভারত এক্সপ্রেস।

চেন্নাইয়ে রেলের ইন্ট্রিগ্রাল কোচিং ফ্যাক্টরিতে তৈরি এই ট্রেনের প্রথমে নাম ছিল ‘ট্রেন-১৮’। পরে রেলমন্ত্রী পীযূষ গোয়েল এর নাম দেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’।

এই এক্সপ্রেস ভারতের দ্রুতগামী ট্রেন হতে চলেছে। যা ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগে চলবে। ৩০ কোচের শতাব্দী এক্সেপ্রেসের বদলে ১৬ কোচের এই ট্রেন এখন থেকে চলবে।

Exit mobile version