Site icon Jamuna Television

পটুয়াখালীতে ট্রলার ডুবিতে নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার

৩৫ ঘণ্টা পর ডুবে যাওয়া নিখোঁজ দুই শ্রমিকের লাশ করা হয়েছে। কোস্টগার্ড, কলাপাড়া, বরিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দলের সহায়তায় রবিবার বেলা সাড়ে নয়টায় শ্রমিকদের লাশ উদ্ধার হয়।  উদ্ধার করা শ্রমিক সাইফুল ও নুর ইসলামের মৃতদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত দুই শ্রমিকের বাড়ি কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে।

এ ঘটনায় ডুবন্ত ট্রলারের মালিক নিজাম শরীফ বাদী হয়ে বাল্কহেডের সাত কর্মচারীর নামে রবিবার সকালে কলাপাড়া থানায় একটি মামলা করেছেন।

এ ঘটনায় বাল্কহেড কর্মচারী নুরুজ্জামান, আফজাল হোসেন ও এনামুল হককে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাল্কহেড।

মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার এসআই বিল্পব মিস্ত্রি জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া থেকে গলাচিপা যাওয়ার পথে দেবপুর লঞ্চঘাট সংলগ্ন রাবনাবাদ নদীতে গতকাল রাত সাড়ে ১০টায় বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় ৭ শ্রমিক নিয়ে ইট বোঝাই ট্রলার ডুবে যায়।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হোসেন জানান, ইট পড়ে ট্রলারের রুমের দরজা আটকে থাকা ও ঠাণ্ডার  কারণে উদ্ধার কাজে দেরি হচ্ছে।

Exit mobile version